মাঝরাত বা শারীরিক প্রতিবন্ধকতা কোনোটাই আটকে রাখতে পারেনি তাদের।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের স্বাধীনতা এনে দেয়া রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দেশের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে শহিদবেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা।
শ্রদ্ধা নিবেদন শেষে কথা হয় তাদের সঙ্গে।
ফরিদ মিয়া বলেন, ‘আমরা এসেছি সেই মহান শহিদদের শ্রদ্ধা জানাতে, যারা আমাদের পথ দেখিয়েছেন। আমরা স্বাধীনতা পেয়েছি তাদের সেই আন্দোলনের সূত্র ধরে।’
আরেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তারা মিয়া বলেন, ‘যারা সেদিন ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আমরা তাদের আত্মত্যাগকে কখনোই ভুলতে পারি না। তাদের দেখানো পথ আমাদের স্বাধীনতা দিয়েছে।’
তরুণ প্রজন্ম এই স্বাধীনতা আর আত্মত্যাগ যুগ যুগ ধরে স্মরণ করবে আশা প্রকাশ করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, ‘এই প্রজন্মের এখন বড় দায়িত্ব ভাষার মান রক্ষা করা। মুক্তিযুদ্ধকে লালন করা।’