বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১২ দিনে করোনার টিকা ছাড়াল ২০ লাখ

  •    
  • ২০ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৩৮

৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা দেয়া শুরু হয়। এরপরে টানা চার দিন ধরে বাড়তে থাকে টিকা নেয়া মানুষের সংখ্যা। যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৯৩৫ জন। নারীর সংখ্যা প্রায় অর্ধেক, সাত লাখ তিন হাজার ৯৪২ জন।

গণটিকা শুরুর ১২ তম দিনেই ২০ লাখ ছাড়াল করোনার টিকা প্রয়োগ।

প্রয়োগের আগে টিকা নিয়ে আগ্রহ নেই বলে ধারণা করা হলেও দিনে প্রায় দুই লাখ করে মানুষ টিকা নিচ্ছে।

এখন পর্যন্ত টিকা দিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৫৬৪ জন।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৯৩৫ জন। নারীর সংখ্যা প্রায় অর্ধেক, সাত লাখ তিন হাজার ৯৪২ জন।

এর সঙ্গে যোগ হবে আরও ৫৬৭ জন, যাদের গণটিকার আগে ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪১ জনসহ এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৫৭৮ জনের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা দেয়া শুরু হয়। এরপরে টানা চার দিন ধরে বাড়তে থাকে টিকা নেয়া মানুষের সংখ্যা। মঙ্গলবার ও শনিবার ও এই সংখ্যা দুই লাখের উপরে ছিল।

দ্বাদশ দিনেও জেলাওয়ারি সবচেয়ে বেশি টিকা দেয়া হয়েছে ঢাকায়; সবচেয়ে কম দেয়া হয়েছে বান্দরবান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৩০ হাজার ৯১৪ জন। ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ৬৯ হাজার ৮৫৯ জন। আর রাজধানীতে ২০ জনসহ ঢাকা বিভাগে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২৫ জনের ক্ষেত্রে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে টিকা দেয়া হয়েছে ৫৩ হাজার ৬৩৪ জনকে। এই বিভাগে গত ২৪ ঘণ্টায় ছয় জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার দেখা দিয়েছে।

রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ২৭ হাজার ২৪৭ জন। এদের মধ্যে তিন জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়েছে।

খুলনা বিভাগে ২৮ হাজার ৩৫৫ জনকে টিকা দেয়া হয়। এই বিভাগে পাঁচ জনের মধ্যে দেখা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বরিশাল বিভাগে টিকা দেয়া হয়েছে ১০ হাজার ২৮৮ জনকে। এই বিভাগে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসনি।

সিলেট বিভাগে টিকা দেয়া হয়েছে ১৩ হাজার ৮৫১ জনকে। এদের মধ্যে একজনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

ময়মনসিংহ বিভাগে টিকা দেয়া হয় ১০ হাজার ৪৬ জনকে। এই বিভাগেও এক জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রংপুর বিভাগে টিকা নিয়েছেন ২১ হাজার ২৮৪ জন। এই বিভাগে এক জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিভাগের আরো খবর