বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে গ্রিল কেটে বাসায় ঢুকে ডাকাতি করতো ওরা

  •    
  • ২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৫৩

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে তারা গ্রিল কেটে বাসায় ঢুকে লোকজনের হাত-পা বেঁধে রেখে মালামাল লুট করত।

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন মোর্শেদ ওরফে হাড্ডি মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও মো. রাসেল।

শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন তারা গ্রিল কেটে বাসায় ঢুকে লোকজনকে হাত-পা বেঁধে মালামাল লুট করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

গত বছর ২০ অক্টোবর হাতিরঝিল থানা এলাকার বিশাল সেন্টারের পিছনে একটি বাসায় এবং একই বছর ৮ ডিসেম্বর মিরেরবাগ এলাকার একটি বাসায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা দুটিতে লাইসেন্সকৃত বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে যায় এই ডাকাতদল।

এই দুই ঘটনায় হাতিরঝিল থানায় আলাদা মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার, লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ১৮ লাখ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু ও রেঞ্চ উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো খবর