বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি শিক্ষার্থী

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৩৪

তাদের নাম আরানুর আজাদ চৌধুরী, আল নুমান আদিত্য ও রাইসুল বাঁধন। দুই জনের বয়স ২৩ বছর, অপর জনের বয়স জানা যায়নি। তারা তিন জনই বন্ধু ছিলেন।

কানাডার ম্যানিটোবা প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাংলাদেশি তিন শিক্ষার্থীর।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ম্যানিটোবার রাজধানী উত্তর উইনিপেগে এ ঘটনা ঘটে বলে সেখানকার ইসলামিক অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে জানিয়েছে কানাডার সরকার নিয়ন্ত্রীত সংবাদমাধ্যম সিবিসি।

এতে বলা হয়, নিহত তিন তরুণ বাংলাদেশি শিক্ষার্থী। তারা ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার কিছুক্ষণ আগে আরবার্গের ইন্টারলেক কমিউনিটির থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে ৭ নম্বর হাইওয়েতে দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।

তাদের নাম আরানুর আজাদ চৌধুরী, আল নুমান আদিত্য ও রাইসুল বাঁধন। দুই জনের বয়স ২৩ বছর, অপর জনের বয়স জানা যায়নি। তারা তিন জনই বন্ধু ছিলেন

নিহত তিন শিক্ষার্থীর পরিবারের কেউই কানাডায় থাকে না। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে ম্যানিটোবার ইসলামিক অ্যাসোসিয়েশন। সংগঠনটি নিহতদের জানাজার ব্যবস্থা করছে।

নিহতদের বন্ধু ফারদিন জাহিদ বলেন, ‘তারা আমার দেখা খুব ভালো মানুষ ছিলেন, সত্যিকারের মেন্টর।

‘পুরো কমিউনিটির জন্য এটা বড় এক ক্ষতি। এই মুহূর্তে আমরা সবাই শোকে মুহ্যমান। কারণ, এটা খুব ঘনিষ্ঠ একটি কমিউনিটি, সবাই তাদের চিনত।’

জারিফ জানান, নিহতদের মধ্যে আরানুর আজাদ ছিলেন খুবই ইতিবাচক মানসিকতার মানুষ, পরিসংখ্যানের তৃতীয় বছরের শিক্ষার্থী ছিলেন। কঠোর পরিশ্রমী বাঁধনও ছিলেন তৃতীয় বছরের শিক্ষার্থী, পড়তেন অ্যাকাউন্টিং অ্যান্ড সাপ্লাই চেইনে। আর বিনয়ী আদিত্য পড়তেন কৃষিতে।

এ বিভাগের আরো খবর