বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘নগদ’ এর বিরুদ্ধে ‘সংঘবদ্ধ অপপ্রচার’

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:১০

নগদকে যুবক ও ডেসটিনির মতো প্রতিষ্ঠান দাবি করে লিফলেটে বলা হয়েছে, ‘আপনারও এমন কোনো কোম্পানির সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে কি, যেখানে মুহূর্তেই আপনার সম্পূর্ণ বিনিয়োগ হাওয়া হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।’

ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে সারা দেশের এজেন্টদের মধ্যে অন্তত তিন লাখ লিফলেট বিতরণের তথ্য পেয়েছে প্রতিষ্ঠানটি। তারা এও জানতে পেরেছে, এই লিফলেট বিতরণে নিয়োগ করা হয়েছে ১০ হাজার কর্মী।

২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি পাইলট প্রকল্প হিসেবে চালু ও ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা এই প্রতিষ্ঠানটিকে অবৈধ দাবি করা হয়েছে লিফলেটে।

নগদকে যুবক ও ডেসটিনির মতো প্রতিষ্ঠান দাবি করে লিফলেটে বলা হয়েছে, ‘আপনারও এমন কোনো কোম্পানির সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে কি, যেখানে মুহূর্তেই আপনার সম্পূর্ণ বিনিয়োগ হাওয়া হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।’

যারা এই লিফলেটগুলো ছড়িয়েছে তারা বিভিন্ন এজেন্ট পয়েন্টে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

লিফলেটটির কথা জানতে পেরে অন্তত ১০ হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেছে নগদ।

মামলায় বলা হয়, ‘একটু ভেবে দেখবেন কি’ শিরোনামে লিফলেটটিতে ‘নগদ’ এর বিরুদ্ধে অসত্য তথ্য যুক্ত করে প্রচারণা চালানো হচ্ছে। প্রতিহিংসার কারণে একটি চক্র ভুয়া খবর রটিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এতে বলা হয়, অসত্য তথ্য দিয়ে গুজব ছড়ানোয় নগদ আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মামলাটি করেছেন নগদের লিগ্যাল অফিসার তৌহিদুল ইসলাম চৌধুরী। তার জবানবন্দি গ্রহণ করে বিচারক মইনুল ইসলাম মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তিনি আগামী ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।

নগদ এর হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স রাশেদ বিন এহসান নিউজবাংলাকে মামলা সংক্রান্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।

নগদের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র লিফলেট প্রকাশ করেছে

তিনি বলেন, ‘একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সারাদেশে মিথ্যা তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করছে। এতে আমাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। আমাদের গ্রাহকরা বিভ্রান্ত হচ্ছেন। এতে করে আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি।

‘দেশব্যাপী লিফলেট প্রচারণার বিষয়টি আমাদের নজরে আসার পর আইনিভাবে প্রতিকার পাওয়ার ব্যাপারে কী করা যায়, সে ব্যাপারে আলোচনা করি। আমরা যেসব তথ্য-প্রমাণ পেয়েছি, সেগুলোসহ আজকে আদালতে মামলা করেছি।’

এই ঘটনায় কাদের সন্দেহ করছেন- এমন প্রশ্নে এই কর্মকর্তা কিছু না বলে পিবিআইর তদন্তে আস্থা রাখার কথা বলেন।

প্রায় দুই বছর আগে যাত্রা শুরু করা নগদ এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। প্রতিদ্বন্দ্বী অন্যান্য কোম্পানির চেয়ে প্রায় অর্ধেক মূল্যে টাকা স্থানান্তর সুবিধার কারণে তাদের গ্রাহক ক্রমেই বাড়ছে।

নগদ এর হিসাবে সারাদেশে তাদের গ্রাহক সংখ্যা তিন কোটি ১০ লাখ। আর এজেন্ট সংখ্যা দুই লাখের বেশি। প্রতি মাসে নগদ এর মাধ্যমে লেনদেনের পরিমাণ ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে।

নগদ পরিচালনা করছে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড নামের একটি কোম্পানি। তবে কোম্পানিতে ডাক বিভাগের ৫১ শতাংশ শেয়ার আছে।

সরকার ব্যাপকভাবে নগদ এর সেবা গ্রহণ করছে।

এ বিভাগের আরো খবর