বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘প্রতি ইঞ্চি’ নজরদারিতে শহিদ মিনার এলাকা

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:১১

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘জঙ্গি কার্যক্রম বা গতিবিধি নজরদারির জন্য আমাদের সাইবার ইউনিটগুলো সক্রিয় রয়েছে। আমাদের সর্বোচ্চ প্রস্ততি আছে। আমরা মনে করি এ ধরণের কোনো ঘটনা ঘটানোর সাহস তারা পাবে না।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকার প্রতি ইঞ্চি নজরদারি করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘শহিদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রতিটি ইঞ্চি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। ডিএমপি কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এর পাশাপাশি বোম ডিজপোজাল ইউনিট, সোয়াটসহ অন্যান্য ইউনিটগুলোও সক্রিয় থাকবে।’

বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘দিবসটি ঘিরে সুনির্দিষ্ট হুমকি না থাকলেও জঙ্গি কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রাখা হবে।’

তিনি জানান, ২১ ফেব্রুয়ারি শহিদ মিনার কেন্দ্রিক তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মাস্ক ছাড়া এক জনও শহিদ মিনার এলাকায় প্রবেশ করতে পারবেন না। দলগত পর্যায়ে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে এক সঙ্গে দুজনের বেশি প্রবেশ করতে দেয়া হবে না।

ডিএমপি কমিশনার জানান, বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহিদ মিনার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

২১ ফেব্রুয়ারি উপলক্ষে জঙ্গি কার্যক্রমে নজরদারি রাখা হচ্ছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘জঙ্গি কার্যক্রম বা গতিবিধি নজরদারির জন্য আমাদের সাইবার ইউনিটগুলো সক্রিয় রয়েছে। আমাদের সর্বোচ্চ প্রস্ততি আছে। আমরা মনে করি এ ধরণের কোনো ঘটনা ঘটানোর সাহস তারা পাবে না।’

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, গোয়েন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর