বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা’, পুলিশের বিরুদ্ধে মামলা

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৪৫

আসামিরা হলেন শিবচর উপজেলার দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মাহাবুব, কনস্টেবল সোহাগ ও সূর্যনগর বাজারের ব্যবসায়ী টোকন বেপারী।

মাদারীপুরে ‘ক্রসফায়ার’ এর ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বুধবার দুপুরে এই মামলা করেন স্থানীয় ব্যবসায়ী সুজন শেখ।

আসামিরা হলেন শিবচর উপজেলার দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মাহাবুব, কনস্টেবল সোহাগ ও সূর্যনগর বাজারের ব্যবসায়ী টোকন বেপারী।

মামলায় বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি পদ্মা সেতু দেখে মোটরসাইকেলে ফেরার পথে সূর্যনগর বাসস্ট্যান্ড এলাকার একটি চা দোকানে বসেন সুজন ও তার সঙ্গী পলাশ মিয়া। এ সময় সাদা পোশাকে থাকা এএসআই মাহাবুব, কনস্টেবল সোহাগ ও অজ্ঞাতপরিচয় কয়েকজন সুজনের কাছে বাইকের কাগজপত্র দেখতে চান।

বৈধ লাইসেন্স দেখানোর পরও তারা তা ভুয়া দাবি করেন এবং মোটরসাইকেলটি চুরি করা- এমন অভিযোগ তুলে তাদের সড়কের অপর পাশে নিয়ে যান। এ সময় ‘ক্রসফায়ার’ এর ভয় দেখিয়ে তাদের (সুজন-পলাশ) কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে সুজনের কাছ থেকে ১ লাখ ১০ হাজার ৩২০ টাকা আদায় করেন তারা।

মামলার বাদী সুজন শেখ বলেন, ‘আমি সূর্যনগর বাসস্ট্যান্ডে চা খাওয়ার জন্য মোটরসাইকেল পার্কিং করার পর সাদা পোশাকে এএসআই মাহাবুব, কনস্টেবল সোহাগ ও অজ্ঞাতপরিচয় ২/৩ জন আমার কাছে আইয়া মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। আমি কাগজ দেহাইছি। কিন্তু পুলিশ কয় আমার কাগজপত্র সব ভুয়া। এই কথা কইয়া আমারে মাইর শুরু করে। এরপর কয় ৫ লাখ টাকা দিবি, নইলে তোরে ক্রসফায়ার দিমু। পরে তারা আমার বিকাশের দোকানে আইয়া মোবাইল থেকে টাকা টেনেসফার কইরা নেয়।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আব্দুল হান্নান বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও কোনো চিঠি বা অভিযোগ পাইনি। এতটুকু বলতে পারি, পুলিশের কোনো সদস্য ফৌজদারি অপরাধে জড়িত থাকলে অথবা দুর্নীতিতে জড়ালে তার দায় বিভাগ নেবে না। এটা তার ব্যক্তিগত দায়। এটা তাকেই ফেইস করতে হবে।’

এ বিভাগের আরো খবর