নীলফামারীর ডোমারের ভোগ্যপণ্য সমবায় সমিতির নামে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার প্রধান আসামি আদম সুফী ওরফে মামুন হাসানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে র্যাব-১৩-এর রংপুর সদর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান।
বুধবার সন্ধ্যায় সুফীকে ঢাকার সাভারের এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
মেজর মঈন বলেন, ‘২০২০ সালের নভেম্বর মাসে আদম সুফী ওরফে মামুন হাসান তার সহযোগীদের নিয়ে ডোমার উপজেলার সাহাপাড়ায় সাবেক কুইন্স কিন্ডারগার্টেন স্কুলঘর ভাড়া নেন। সেখানে তিনি ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতির নামে ব্যানার টানিয়ে ব্যবসা শুরু করেন। গ্রামের নারীদের টার্গেট করে সমবায় সমিতির মাধ্যমে লোভনীয় অফার দিয়ে মোটা অঙ্কের টাকা নেয়া শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে সমিতির কয়েকজন নারী সদস্যকে প্রাথমিকভাবে প্রতিশ্রুতি অনুযায়ী মূল টাকাসহ লভ্যাংশ দেন সুফী। এই খবর ছড়িয়ে পড়লে এলাকার অনেক নারীই সমিতির সদস্য হন। এভাবে সমবায় সমিতির আড়ালে নারীদের কাছ থেকে দুই মাসে ৬ কোটি টাকা সংগ্রহ করেন আদম সুফী ও তার সহকারীরা।’
মেজর মঈন আরও জানান, টাকা নেয়ার কিছুদিন পরই লাপাত্তা হন সুফী ও তার সহকারীরা।
এ ঘটনায় গ্রাহকরা কয়েক দিন টানা বিক্ষোভ করেন। টাকা ফেরত চেয়ে গত বছরের ২০ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন।
পরে ২৪ জানুয়ারি ডোমার থানায় চার জনের নামে মামলা করেন এবং র্যাব-১৩-এর কাছে একটি অভিযোগ দেন।
মেজর মঈন হাসান বলেন, ‘অভিযোগের পর আমরা অনুসন্ধান করে প্রতারক চক্রের হোতা মামুন হাসানকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করি। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।