সিলেটের চৌহাট্টায় মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদের সংঘর্ষের প্রতিবাদে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।বুধবার সন্ধ্যায় সিলেট জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক বৈঠকে এ ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।দুপুরে নগরের চৌহাট্টার মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিলেট সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১৫ জন আহত হন। এই ঘটনার পর দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুলে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এরপর সন্ধ্যায় তারা পরিবহন ধর্মঘটের ডাক দেয়।ময়নুল ইসলাম বলেন, ‘চৌহাট্টার স্ট্যান্ড সরাতে আমরা সিটি মেয়রের কাছে কিছুটা সময় চেয়েছিলাম। তিনি আমাদের কথায় রাজি হয়েছিলেন। কিন্তু দুপুরে লোকজন নিয়ে এসে হঠাৎ অভিযান চালানো হয়। এ সময় তাদের সঙ্গে সংঘর্ষে আমাদের অনেক শ্রমিক আহত হয়েছেন।’তিনি বলেন, ‘শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ ও উচ্ছেদের আগে আমাদের স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে দেয়ার দাবিতে এই ধর্মঘট পালন করা হবে। এ সময় আন্তঃজেলা বাস, মাইক্রোবাস, মিনিবাস চলাচল বন্ধ থাকবে।’তবে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘চৌহাট্টায় দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে মাইক্রোবাস ও প্রাইভেটকার শ্রমিকরা অবৈধ স্ট্যান্ড তৈরি করেছে। তাদের কথা মতো আমরা স্ট্যান্ড সরাতে তিন দিন সময় দিয়েছি। এরপরও তারা স্ট্যান্ড সরায়নি। ‘উল্টো সকালে সড়ক সম্প্রসারণ কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। এ খবর পেয়ে আমি ও কাউন্সিলরা ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর হামলা করে।’তিনি আরও বলেন, ‘প্রাইভেটকার ও ব্যক্তিগত মাইক্রোবাসের জন্য স্ট্যান্ড করে দেয়ার দায়িত্ব সিটি করপোরেশনের নয়। তারপরও আমরা তাদের খালি জায়গা দেখতে বলেছি। কিন্তু তারা সেকথা শোনেননি।’
সিলেটে মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, ধর্মঘটের ডাক
নগরের চৌহাট্টার মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিলেট সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১৫ জন আহত হন। এই ঘটনার পর দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুলে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এরপর সন্ধ্যায় তারা পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
-
ট্যাগ:
- ধর্মঘট
এ বিভাগের আরো খবর/p>