গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। খালাস দেয়া হয়েছে এক জনকে।
বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার দুপুরে এ রায় দেয়।
ভাষার মাস উপলক্ষে রায়টি বাংলায় পড়া হয়।
১ ফেব্রুয়ারি মামলায় সব পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য রাখে আদালত।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ বলেন, ‘আদালত তার পর্যবেক্ষণ বলেছে, এই ধরণের কার্যক্রম অত্যন্ত জঘন্য। এটা অত্যন্ত বর্বরোচিত একটা ঘটনা। ১৫ আগস্টের পর সমগ্র জাতিকে পিছিয়ে দেয়ার অপপ্রয়াস করা হয়েছিল। এরপর যখন আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা দায়িত্ব নেন, তিনি বাংলাদেশকে বহু এগিয়ে নিয়ে গেছেন। এই ধরনের উন্নয়ন কার্যক্রম ব্যহত করার প্রয়াসে জঙ্গিরা একটা অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তারা জঙ্গিবাদের মাধ্যমে এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। রাষ্ট্রের যে অসাম্প্রদায়িকতার চিহ্ন, সেটা তারা প্রতিহত করতে চায়।’
এই প্রাণদণ্ড কীভাবে কার্যকর হবে, সেই বিষয়টি উচ্চ আদালতের সংক্ষিপ্ত রায়ে বলা নেই। আড়াই বছর আগে বিচারিক আদালত হত্যাচেষ্টায় জড়িতদেরকে গুলি করে দণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছিল। তবে বাংলাদেশে এভাবে দণ্ড কার্যকরের উদাহরণ নেই।
এ ক্ষেত্রে সিদ্ধান্তের জন্য আইনজীবীরা পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় আছেন।
এর আগে ১৯৯৮ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে খুনিদেরকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে দণ্ড কার্যকরের আদেশ দিয়েছিল। তবে পরে যাদের দণ্ড কার্যকর হয়েছে, তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়।
প্রধানমন্ত্রীর দল আওয়ামী লীগ তাদের নেত্রীকে অন্তত ১৯ বার হত্যা চেষ্টার অভিযোগ করে আসছে। এসব ঘটনায় মামলার তথ্য মিলেছে ১৩টির। বিচারিক আদালতে রায় হয়েছে ছয়টির। বাকি সাতটি মামলা এখনও ঝুলে আছে।
যেসব মামলার বিচারিক আদালত থেকে রায় হয়েছে তার মধ্যে এই প্রথম কোনো মামলার রায় এল উচ্চ আদালত থেকে। তবে এখনও সাজা কার্যকরের অনেক দেরি আছে। আপিল বিভাগে আবেদন করার সুযোগ আছে। এরপর রিভিউ শেষে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে।
উচ্চ আদালতে এখনও শুনানির অপেক্ষায় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা, ১৯৮৮ সালে চট্টগ্রামে গুলি করে হত্যাচেষ্টায় ২৪ জন নিহতের মামলা, ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে গুলি করে হত্যাচেষ্টা, ৯০ দশকে বাড়িতে বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রিডম পার্টির কর্মীদের দ্বারা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা এবং ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় গাড়িবহরে হামলা মামলা।
এর মধ্যে সাতক্ষীরার ঘটনায় বিচারিক আদালত থেকে রায় এসেছে সম্প্রতি। এখনও সেটি উচ্চ আদালতে আসেনি।
৭৬ কেজি বোমা মামলা
২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি চায়ের দোকানের পেছনে এ বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞরা একই সালের ২৩ জুলাই হেলিপ্যাডের কাছ থেকে ৪০ কেজি ওজনের আরও দুটি শক্তিশালী বোমা উদ্ধার করে।
এ ছাড়া প্রধানমন্ত্রী গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসার কথা শুনে মুফতি হান্নানসহ আসামিরা সাবান কারখানায় শক্তিশালী বোমা দুটি তৈরি করেন।
এ ঘটনায় কোটালীপাড়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নূর হোসেন মামলা করেন।
মামলায় ২০০১ সালের ৮ এপ্রিল ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ২০০৯ সালের ২৯ জুন আরও নয়জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়। এরপর মামলার দীর্ঘ পরিক্রমায় আসে প্রথম রায়।
এই মামলায় ২০১৭ সালের ২০ আগস্ট জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ ১০ জনকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয়া হয়। এ ছাড়া চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।
মামলায় নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ওয়াশিম আখতার ওরফে তারেক হোসেন, মো. রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, মো. ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর।
এ ছাড়া মেহেদি হাসান ওরফে আবদুল ওয়াদুদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আনিসুল ওরফে আনিস, মো. মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও সরোয়ার হোসেন মিয়াকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
এ মামলার প্রধান আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের আরেক মামলায় ফাঁসি কার্যকর হয় ২০১৭ সালের ১২ এপ্রিল।
রায়সহ মামলার সব নথি ২০১৭ সালের ২৪ আগস্ট হাইকোর্টে আসে। এরপর প্রধান বিচারপতির নির্দেশে পেপারবুক তৈরি হলে হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ কয়েকবার পুনর্গঠন হওয়ায় মামলাটির শুনানি বেশ কয়েকবার পিছিয়ে যায়।
হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানির পর এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষের অসমাপ্ত বক্তব্যের জন্য ১ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেয়া হয়। ১ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের বক্তব্যের পরে রায়ের তারিখ নির্ধারণ করে দেয় আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. নাসির উদ্দিন ও মোহাম্মদ আহসান।