বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির কর্মিসভায় ‘ছাত্রলীগের’ হামলা, আহত ১০

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ২০:২৭

এ সময় কয়েকটি মোটরসাইকেল ও আজাদের গাড়ি ভাঙচুর করা হয়। দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। হামলায় আহতদের মধ্যে সাত জন নারায়ণগঞ্জের আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের কর্মিসভায় ‘যুবলীগ ও ছাত্রলীগের’ নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর এলাকায় বিএনপির এক নেতার বাড়িতে আয়োজিত কর্মিসভায় এ ঘটনা ঘটে।

এ সময় কয়েকটি মোটরসাইকেল ও আজাদের গাড়ি ভাঙচুর করা হয়। দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। হামলায় আহতদের মধ্যে সাত জন আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জানতে চাইলে নজরুল ইসলাম আজাদ নিউজবাংলাকে বলেন, প্রতিটি ওয়ার্ডে বিএনপির কর্মিসভার আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার কৃষ্ণপুর এলাকায় কর্মিসভা ছিল। সভা চলাকালে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালান।

বিএনপির স্থানীয় নেতার বাড়িতে কর্মিসভা চলাকালে জানালার কাচ ভাঙা হয়। ছবি: নিউজবাংলা

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকটি মোটরসাইকেলসহ গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজি নিউজবাংলাকে জানান, তাদের কর্মিসভার বিষয়ে পুলিশকে কিছুই জানায়নি। কারা হামলায় করেছে তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে।

এ বিভাগের আরো খবর