বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বড় সড়কে’ চলতে দিতে হবে টাকা

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ২০:০৩

‘প্রধানমন্ত্রী বলেছেন, যেসব বড় বড় সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলো টোল দিয়ে ব্যবহার করতে হবে।’

দেশে যেসব বড় বড় সড়ক হয়েছে এবং যেগুলো নির্মাণ করা হবে, সেগুলো ব্যবহারে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনামন্ত্রী মান্নান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যেসব বড় বড় সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলো টোল দিয়ে ব্যবহার করতে হবে।’

সন্ধ্যা নামতেই আলো ঝলমল হয়ে ওঠে দৃষ্টিনন্দন ফরিদপুর-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ছবিটি মাওয়া অংশ থেকে তুলেছেন সাইফুল ইসলাম

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, এই সড়ক নির্মাণ হলে টোল আদায় করতে হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রসঙ্গ টেনে পরিকল্পনামন্ত্রী জানান, সড়ক থেকে টোল বাবদ যে টাকা আদায় করা হবে, তা আলাদা তহবিলে রাখা হবে। এই টাকা সড়ক মেরামতে ব্যবহার করা হবে।

তিনি জানান, সভায় সড়কের পাশে বিশ্রামাগার স্থাপনের কথা বলেন প্রধানমন্ত্রী, যেখানে যাত্রী, সড়ক ব্যবহারকারী, যানবাহনের চালক ও কর্মচারীরা চলার পথে বিশ্রাম নিতে পারবেন।

এ বিভাগের আরো খবর