বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আল জাজিরার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি সরকার: তথ্যমন্ত্রী

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:০১

তথ্যমন্ত্রী বলেন, কিন্তু কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি হাইকোর্টে যান, আদালতে যান, সেক্ষেত্রে আদালত থেকে যদি কোনো নির্দেশনা আসে, সেটা আমরা পালন করব।

অল দ্য প্রাইম মিনিস্টারস মেন শিরোনামে তথ্যচিত্র সম্প্রচারের পর কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত এখনও হয়নি। কিন্তু কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি হাইকোর্টে যান, আদালতে যান, সেক্ষেত্রে আদালত থেকে যদি কোনো নির্দেশনা আসে, সেটা আমরা পালন করব।’

সরকার কেন আইনি পদক্ষেপ গ্রহণ করছে না–জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তো ব্যবস্থা নিতে পারতাম। আমাদের দেশে আমরা চাইলেই সম্প্রচার বন্ধ করতে পারতাম। আমরা বন্ধ করিনি। কারণ আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু অবাধ স্বাধীনতায় বিশ্বাস করলেও সমস্ত গণমাধ্যমের নিজস্ব একটা দায়িত্ব থাকে।’

আল জাজিরা সেই দায়িত্বশীলতা দেখাতে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন হাছান মাহমুদ।

আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনে শিরোনামের সঙ্গে রিপোর্টের কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন মন্ত্রী। তিনি বলছেন, ‘প্রতিবেদনটা দেখেশুনে মনে হয়েছে, এটি ব্যক্তিগত আক্রোশপ্রসূত।’

মন্ত্রী বলেন, ‘আল জাজিরার মতো একটা টেলিভিশনে যখন এই রিপোর্ট হয়, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আল জাজিরার গ্রহণযোগ্যতা কিন্তু কমেছে। বিশ্বব্যাপীও আল জাজিরার রিপোর্টিং নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের নিরপেক্ষতা, তাদের বস্তুনিষ্ঠতা, একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠেছে।’

হারিছ আহমেদ ও আনিস আহমেদকে পলাতক আসামি বলা হলেও গণমাধ্যমে খবর এসেছে তাদের সাজা মওকুফ করা হয়েছে। তাদের সাজা মওকুফ নিয়ে জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে।

তিনি বলেন, ‘আসলে তাদের সাজা মওকুফ করা হয়েছে কি না… একজনের সাজা মওকুফ করা হয়েছে, আমি জানি। আমি পুরোপুরি বিষয়টি নিয়ে ওয়াকিবহাল নই।’

তবে মন্ত্রী বলেন, ‌‘‌খুনের সাজা মাফ করার এখতিয়ার রাষ্ট্রপতির আছে।

‘বাংলাদেশে বহু জনের খুনের সাজা মাফ করা হয়েছে। সেই ক্ষমতা রাষ্ট্রপতির আছে। বিচার বিশ্লেষণ করে রাষ্ট্রপতি বিভিন্ন সময় মাফ করে থাকেন। এবং তারা বহু বছর সাজা খেটেছেন। একজন সম্ভবত ২০ বছর সাজা খেটেছেন।'

আল জাজিরা নিয়ে উদ্বিগ্ন নয় সরকার

আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টারস মেন তথ্যচিত্র নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘আল জাজিরার একটি প্রতিবেদন নিয়ে তারা (বিএনপি) বানরের মতো নাচানাচি করছে। এতে কোনো লাভ হচ্ছে না। এ নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই।’

ওই প্রতিবেদন প্রকাশের পর সরকার দিল্লির সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে বলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রিজভী সাহেব মাঝেমধ্যে কিছু উদ্ভট কথা বলেন। তার চিরাচরিত উদ্ভট কথার মধ্যে এটিও একটি।’

মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সব সময় সুসম্পর্ক। বর্তমান ভারত সরকারের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।’

এ বিভাগের আরো খবর