পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ৮৪ শতাংশ সার্বিক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে পদ্মা সেতুর কার্যক্রম পরিদর্শন করেন সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘মূল সেতু নির্মাণকাজের অগ্রগতি ৯২ শতাংশ।’
সেতুমন্ত্রী বলেন, ‘দু প্রান্তের সংযোগ সড়কের কাজ আমরা অনেক আগেই শেষ করেছি। নির্মাণকাজ শেষ হয়েছে টোল প্লাজার। এরই মধ্যে নদীশাসন কাজের অগ্রগতি হয়েছে ৭৯ ভাগ। এখন সেতুর ওপর দিয়ে যানবাহন ও নিচতলা দিয়ে রেল চলাচলের পথ তৈরি করা হচ্ছে।
‘স্থাপন করা হচ্ছে রোড এবং রেলওয়ের স্ল্যাব। যানবাহন চলাচলের জন্য চার লেনের সড়ক তৈরির কাজ ৬১ ভাগ আর রেলপথ তৈরির ৭৮ ভাগ শেষ হয়েছে। মূল সেতুর নির্মাণকাজের অগ্রগতি ৯২ শতাংশ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৪ শতাংশ।’
সেতুমন্ত্রী কাদের বলেন, ‘সেতু নির্মাণকাজের যে গতি, আমরা আশা করছি, আগামী বছরের জুন মাসের মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে। ২০২৩ সালের জুন পর্যন্ত নির্মাণ প্রতিষ্ঠানের ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড হিসেবে আমরা চুক্তিবদ্ধ করে রেখেছি।’
করোনার পর এই প্রথম সেতু নির্মাণ কার্যক্রম সশরীরে দেখতে এসেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এর আগে, এই সাইটে ১৬৯ বারের মতো এসেছি, কাজ দেখার জন্য। এক সময় এই সার্ভিস এরিয়া, পদ্মা সেতু প্রকল্পের এই সাইটই আসলে ছিল আমার সেকেন্ড হোম। এখানে আমি প্রায়ই আসতাম এবং সেতু প্রকল্পের খোঁজখবর নিতাম।’
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা পৃথিবীর আনপ্রেডিক্টেবল রিভারের একটি। এখানে বারবার ভাঙনের তাণ্ডবে আমরা রীতিমতো অস্থিরতায় ভুগছিলাম।
‘আমরা উদ্বিগ্ন ছিলাম যে কিভাবে এই নির্মাণকাজ শুরু করতে পারব। কিন্তু শেষ পর্যন্ত সম্মিলিত প্রয়াসে আমরা ভাঙনের চ্যালেঞ্জ অতিক্রম করে এসেছি।’