বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে জড়িয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন কেউ বিশ্বাস করেনি বলে দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রাজধানী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করে তিনি বলেন, ‘যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তব নয়। বাংলাদেশ এই সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আমরা এই দেশের লোক, আল জাজিরার যেগুলো প্রকাশ করেছে, এগুলো কেউ বিশ্বাস করে নাই।’
১ ফেব্রুয়ারি আল জাজিরায় সম্প্রচার করা হয় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে এক প্রতিবেদন।
প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে জড়িয়ে করা এই প্রতিবেদনকে আগেই ‘মিথ্যা, বানোয়াট ও মানহানিকর’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
প্রতিবেদন প্রকাশের পরের দিন এটিকে ‘উদ্দেশ্যমূলক’ উল্লেখ করে বিবৃতি দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আল জাজিরার এই প্রতিবেদনকে ক্ষমতাসীন দলকে সমালোচনা করার রসদ হিসেবে নিলেও তা আমলে নিচ্ছে না সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, গুজব রটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই ছিল এই প্রতিবেদনের উদ্দেশ্য। সেটা করতে সফল হয়নি আল জাজিরা।
‘আপনারা দেখেছেন আগে থেকেই আমাদের দেশে নানান ধরনের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। এ ধরনের একটা গুজব রটিয়ে দিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র ছিল। আমি জোর গলায় বলতে পারি, এদেশের কেউ এটা বিশ্বাস করে নাই।’
রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শনে এলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে একের পর এক নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে চলতে হয়েছে। অনেক ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস অনেক কিছু তাকে মোকাবিলা করতে হয়েছে। আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কি না, সেই জন্যই এই প্রচেষ্টা।’
আল জাজিরার প্রতিবেদন প্রত্যাখ্যান করে মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদও। তার ভাষায়, বাংলাদেশের সেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের সেনাপ্রধান মহোদয় যেটা বলেছেন সেটা যথার্থই বলেছেন।’
আল জাজিরার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই বলেছেন তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তার মুখ থেকেই সব শুনবেন।’