বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সেনাপ্রধানকে হেয় মানে প্রধানমন্ত্রীকে হেয়’

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৫

সেনাপ্রধান বলেন, ‘আমার কারণে আমার ইনস্টিটিউশন, অর্গানাইজেশন যেটা সেনাবাহিনী এবং আমাদের সরকার যাতে কোনোভাবে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, আমি সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন।’

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, তাকে হেয় করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয়প্রতিপন্ন করা।

ঢাকা সেনানিবাসে মঙ্গলবার সকালে আর্মি এভিয়েশন গ্রুপের অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বারবার সেনাপ্রধানকে কেন টার্গেট করা হয় এমন প্রশ্নের জবাবে জেনারেল আজিজ বলেন, ‘সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানকে হেয়প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয়প্রতিপন্ন করা। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে।

‘আমার কারণে আমার ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, যেটা সেনাবাহিনী এবং আমাদের সরকার যাতে কোনোভাবে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, আমি সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন।’

আল জাজিরার তথ্যচিত্র অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন নিয়ে সেনাপ্রধান বলেন, ‘যা কিছু আপনারা শুনছেন, এগুলোর কোনো প্রমাণ...এগুলো হয় বিভিন্ন জায়গা থেকে কাটপিস, অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারে। তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না।’

আল জাজিরার প্রতিবেদনের সঙ্গে বাংলাদেশের যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, জানতে চাইলে জেনারেল আজিজ বলেন, ‘সেনাবাহিনীর পক্ষ থেকে তেমন কিছু করার হয়তো থাকবে না। আমি নিশ্চিত সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।’

তথ্যচিত্রে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল, যেটা থেকে ইতিমধ্যে অব্যাহতিপ্রাপ্ত ছিল। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল। আমি এপ্রিল মাসে গিয়েছিলাম।

‘এখানে আল আজিরা যে স্টেটমেন্ট দিয়েছে, তা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। আমি যদি বলি, সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোনো সাজা ছিল, না কোনো মামলা ছিল। যে মামলাটা ছিল সেটা থেকে আগেই তাদের অব্যাহতি দেয়া হয়েছে।’

তথ্যচিত্রের আরেকটি অংশ নিয়ে সেনাপ্রধান বলেন, ‘বিভিন্ন দেশে ভ্রমণের সময় আমার যে চিত্র ধারণ করা হয়েছে, আমি সেনাপ্রধান হিসেবে মনে করি, আমি যখন অফিশিয়াল ক্যাপাসিটিতে থাকব তখন আমার নিরাপত্তা অফিশিয়ালি নিশ্চিত করা হয়ে থাকে। আমি যেখানেই যাই হোস্ট কান্ট্রি করে থাকে। সে কারণে আমার অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

‘আমি ব্যক্তিগত সফরে থাকলে...হয়তো আসার সময় ট্রানজিটে কোনো আত্মীয়স্বজনের কাছে যাই। সেই সময় অফিশিয়াল কোনো প্রটোকল ব্যবহার করা সমীচীন মনে করি না। আমি মনে করি সেটা অপচয় এবং সেটা আমার জন্য উচিত নয়। সেই দুর্বলতার সুযোগ নিয়ে কেউ যদি কিছু করে থাকে...এটা তাহলে অসৎ উদ্দেশ্য।’

আল জাজিরার প্রতিবেদন নিয়ে সেনাবাহিনীর প্রতিবাদলিপির বিষয়ে জেনারেল আজিজ বলেন, ‘আমাদের রিজয়েন্ডার পাওয়ার পর আপনার ভালো করে বুঝতে পেরেছেন, যারা এই কাজগুলো করেছে, কেন করেছে, উদ্দেশ্যটা কী?’

১ ফেব্রুয়ারি তথ্যচিত্রটি প্রকাশ করে আল জাজিরা। এ নিয়ে শুরুতে প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার রাতে আইএসপিআর ফের প্রতিবাদ জানায়। তাদের প্রতিবাদলিপিতে বলা হয়, ‘পেশাগতভাবে অত্যন্ত দক্ষ, সবার কাছে অতি গ্রহণযোগ্য সেনাবাহিনী প্রধানকে কোনো তথ্যপ্রমাণ ছাড়া আল জাজিরা কর্তৃক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং কাল্পনিকভাবে দুর্নীতির সঙ্গে জড়িত করার অপপ্রয়াস, যা সেনাবাহিনী ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।’

আল জাজিরার প্রতিবেদনটি সেনাসদরের নজরে এসেছে জানিয়ে প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘তথ্যচিত্র আকারে পরিবেশিত প্রতিবেদনটিতে আল জাজিরা কর্তৃক বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অসংখ্য ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, এর ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।’

সামগ্রিকভাবে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী তথা সেনাবাহিনী প্রধানকে বাংলাদেশের জনগণ ও বিশ্বের দরবারে বিতর্কিত, অগ্রহণযোগ্য ও হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যান্য অসত্য, বানোয়াট, মনগড়া, অনুমাননির্ভর ও অসমর্থিত তথ্য সংযুক্ত করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে বলেও আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে।

তথ্যচিত্রে দেখানো ইসরাইল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর স্পাইওয়্যার কেনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ক্রয় প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেনাপ্রধানের ভাইকে সম্পৃক্ত করে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে প্রতিবাদলিপিতে।

এ বিভাগের আরো খবর