মার্চেই কানাডার টরন্টো, জাপানের টোকিও ও ভারতের চেন্নাইয়ে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর কথা জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এ ছাড়া শিগগিরই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট নিয়েও সুখবর দিতে পারবেন বলে জানান তিনি।
সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের বাণিজ্যিক সেবার উদ্বোধন করে তিনি এ কথা জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ১৩টি নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অচিরেই আরও দুটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ বহরে যুক্ত হবে।
‘এই উড়োজাহাজগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করা হচ্ছে। সর্বোচ্চ মানের যাত্রীসেবা নিশ্চিতে বিমানের কোনো কর্মকর্তার গাফিলতি সহ্য করা হবে না।’
প্রতিমন্ত্রী জানান, করোনাভাইরাস মহামারিতে বেশি ক্ষতির মুখে পড়া শিল্পগুলোর একটি অ্যাভিয়েশন ও পর্যটন।
তিনি বলেন, ‘আমরা বিমানের অপারেশনাল ব্যয় হ্রাস করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিমানের আয় বৃদ্ধি করার ব্যবস্থা গ্রহণ করছি। বিমানের সব সম্পদের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।’
প্রশিক্ষিত জনবলের সঙ্গে বিমানের প্রেসে যুক্ত হয়েছে জার্মানির হাইডেলবার্গ কোম্পানির প্রিন্টিং মেশিন, পোলার পেপার কাটিং মেশিন, প্লেট মেকিং মেশিন, ডাই কাটিং মেশিন, গ্লু, ম্যাট, স্পট লেমিনেশন মেশিন, ডিজিটাল, প্যানা, পিভিসি প্রিন্টিং মেশিন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিমানের প্রেসে নতুন ও আধুনিক প্রিন্টিং মেশিন যুক্ত করা হয়েছে। ফলে সরকারি ও বেসরকারি কাজে সাশ্রয়ী মূল্যে সেবা দিতে পারবে প্রতিষ্ঠানটি।
‘বিমান প্রেস তার সেবা দিয়ে সকল গ্রাহকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তার বাণিজ্যিক কার্যক্রম আরও এগিয়ে নেবে।’
আয়োজনে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন।