দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৮৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৪৬ জনের দেহে। এখন পর্যন্ত মোট শনাক্ত ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
গত একদিনে ঘণ্টায় ২১০টি ল্যাবে ১৪ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১৭ শতাংশ।
২৪ ঘণ্টায় ৬৪১ জনসহ দেশে মোট করোনামুক্ত হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৮৭০ জন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের ১১ মাস চলছে।