রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় বাসায় ঢুকে ধারাল অস্ত্র দিয়ে মা-মেয়েসহ তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে।
রোববার সন্ধ্যায় শনির আখড়া শেখদির এক বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইয়াসমিন আক্তার, তার মেয়ে মাহমুদা মেহেরিন ও একই বাড়ির ভাড়াটিয়া রুহুল কুদ্দুস বাবু।
তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা অভিযোগ করছেন, পরাণ নামে এক ব্যক্তি এই ছুরি হামলা চালিয়েছেন।
আহত ইয়াসমিন আক্তার জানান, পরাণ রুহুল কুদ্দুসের বিয়াই হন। আগে তারা ওই ভবনে একসঙ্গে থাকত। প্রায়ই ইয়াসমিনকে বিরক্ত করতেন পরাণ। তাকে বিয়ে করার প্রস্তাবও দিতেন।
তিনি বলেন, ‘এসব কারণে প্রায় ১০ বছর আগে পরাণকে বাসা থেকে তাড়িয়ে দেয়া হয়। তবে এরপরও প্রায়ই সে আমাকে বিরক্ত করত ও বাসার আশেপাশে ঘোরাঘুরি করত। রুহুল তাকে এসব করতে না করলেও শুনত না।’
ইয়াসমিন আক্তার বলেন, ‘আজ রুহুলকে মারার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সে। তার কান্নাকাটি শুনে বাসা থেকে মেয়েসহ বের হলে আমাদেরও কুপিয়ে জখম করে পরাণ।’
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি। পরাণকে আটকের চেষ্টা চলছে।’