করোনা টিকা নিয়ে যারা সমালোচনা করেছেন, তারাই সবার আগে টিকা নিয়েছেন বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
নারায়ণগঞ্জের খানপুরে রোববার কুমুদিনী ইউস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ-এর ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এ তিনি এ দাবি করেন।।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এমন অনেক সমালোচক রয়েছেন, যারা আমাদের স্বাস্থ্য খাত নিয়ে বিশেষ করে করোনা টিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে গণমাধ্যমে সমালোচনায় মুখর ছিলেন। তারাই সবার আগে ভ্যাকসিন গ্রহণ করেছেন। আমি মনে করি, এটি আমাদের গণস্বাস্থ্য মন্ত্রলায়ের সাফল্য।’
করোনা টিকা প্রয়োগ করা এতো সহজ ছিল ন মন্তব্য করে তিনি বলেন, ‘করোনা পরীক্ষার জন্য এখন ২২০টি ল্যাব রয়েছে। নারায়ণগঞ্জে কোনো সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল না। এখন ৯০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করছি। এর অনেকগুলোর কাজ শেষ হয়েছে।দেশে ২০ হাজার ডাক্তার ও নার্স নিয়োগ দেয়া হয়েছে। ডব্লিওএইচও এর গাইডলাইনে আমরা চিকিৎসা ব্যবস্থা চালিয়ে গিয়েছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় এক লাখের বেশি মানুষ মারা যায়। তবে এই চিকিৎসা ব্যবস্থা এখনও সেভাবে গড়ে ওঠেনি। এখনও আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে চিকিৎসা ব্যবস্থার জন্য।’
জাহিদ মালেক জানান, আটটি বিভাগে আটটি নতুন হাসপাতাল স্থাপনের কাজ শুরু হয়েছে। সেগুলোতে ক্যন্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসার ব্যবস্থা করা হবে। এই তিনটি বিভাগে প্রায় ৩৬ হাজার হাজার লোক নিয়োগ দেয়া হবে।
প্রতিটি হাসপাতালে একটি করে ১০ বেডের আইসিউ ও ১০ বেডের ডায়ালাইসিস সেন্টার থাকবে বলেও জানান তিনি।
কুমুদিনী ক্যান্সার রিসার্চ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘চিকিৎসা ব্যবস্থায় বেসরকারি খাতে কুমুদিনী ট্রাস্ট শুধু চিকিৎসা সেবা নয়, চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। নার্সিং স্কুল, কলেজ ও পোস্ট গ্রাজুয়েটেড ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে নার্সিং শিক্ষার ক্ষেত্রেও তারা দৃষ্টান্ত স্থাপন করছে।
‘কুমুদিনী ইন্টারন্যশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ও ক্যান্সার রিসার্চ সেন্টার ৩০০ শয্যা হাসপাতালের পাশাপাশি চিকিৎসা শিক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। আশা করছি, এ কাজ শিগগিরই বাস্তবায়ন হবে।’
অনুষ্ঠানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল লিমিটেডের চেয়ারম্যান শ্রীমতি সাহা, ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ অনেকে উপস্থিত ছিলেন।