সস্ত্রীক করোনা টিকা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার মহানগর জেনারেল হাসপাতালে টিকা নেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘খুবই ভালো লাগল। কোনো অসুবিধা হয়নি, ব্যথাও লাগেনি। বোঝাও যায়নি। কথা বলতে বলতেই টিকা নেয়া হয়ে গেল।’
এ সময় টিকা নেয়ার জন্য সবাইকে দ্রুত নিবন্ধন শেষ করারও আহ্বান জানান তিনি।
মেয়র তাপস বলেন, ‘আপনারা সবাই নির্ভয়ে নিবন্ধন করে টিকা নিন। এই টিকা নেয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে করোনামুক্ত হতে পারব এবং করোনাকে জয় করব।’
টিকা নেয়ার জন্য তাপস বৃহস্পতিবার নিবন্ধন করেন বলে জানান।
তিনি বলেন, ‘টিকা নিবন্ধনের বয়স যখন ৪০ বছর থেকে উন্মুক্ত করা হলো, তখন আমি নিবন্ধন করেছি।’
টিকা নিতে মহানগর জেনারেল হাসপাতালে এসে সার্ভার ডাউন বলে জানতে পারেন তাপস। বিষয়টি নিয়ে তিনি হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলেন।
তাপস বলেন, ‘এটা কারিগরি বিষয়। আশা করব, যেন যত দ্রুত সম্ভব ঠিক হয়ে যায়।’
মেয়র আরও বলেন, ‘ডাউন সার্ভারের কারণে যদি মহানগর জেনারেল হাসপাতালে টিকাদান প্রক্রিয়ায় বিলম্ব হয় তাহলে ডিনসিসির আওতার অন্য হাসপাতালগুলোতে টিকাপ্রত্যাশীদের স্থানান্তরের বিষয়ে আবেদন করব।’
নিবন্ধন নিয়ে কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে কি না জানতে চাইলে তাপস বলেন, ‘এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। আশা করছি সব সুষ্ঠুভাবেই হচ্ছে। আর টুকটাক কারিগরি সমস্যার ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।’
মেয়রের পরে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও তার সহধর্মিণী কাজী উম্মে সালমা মহানগর জেনারেল হাসপাতালে করোনার টিকা নেন।