বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেফাজত নেতা জসিমকে ‘ছুরিকাঘাতকারী’ গ্রেপ্তার

  •    
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০১:২৭

লালবাগ থানার ওসি নিউজবাংলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলের আশপাশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেছি। যে ছুরি মেরেছিল তাকে চিহ্নিত করার পর গ্রেপ্তার করা হয়েছে।’

ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতকারীকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মাসুম হাসান ইমরান পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় থাকতেন। লালবাগ থানা পুলিশ বলছে, জসিম উদ্দিনকে ছুরি মারার কথা স্বীকারও করেছেন ইমরান।

ছুরিকাঘাতের কারণ জানতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন।

নিউজবাংলাকে তিনি বলেন, প্রয়োজনে তাকে রিমান্ডে নিতে শনিবার আদালতে আবেদন করা হবে।

মঙ্গলবার বিকালে লালবাগ এলাকায় রহিম বক্স লেনে রিকশায় করে যাওয়ার পথে হেফাজত নেতা মাওলানা জসিমকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এতে অস্ত্রধারী যে জসিমকে লক্ষ করেই আক্রমণ চালান তা স্পষ্ট।

ফুটেজে দেখা যায়, জসিম উদ্দিন রিকশায় করে যাওয়ার সময় অতর্কিতভাবে তার পিঠে ছুরি বসিয়ে টান দেন একজন। এর পরপরই তিনি দৌড়ে চলে যান। হামলাকারী একজন হলেও তার সঙ্গে আরও দুইজনকে দৌড় দিতে দেখা যায়।

আঘাতের পর ৫৫ বছর বয়সী জসিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতেই তার অপারেশন হয় বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহপ্রচার সম্পাদক ও মাওলানা জসিম উদ্দিনের জামাতা এহসানুল হক।

এ ঘটনায় লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। সেই মামলায় শুক্রবার ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলের আশপাশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেছি। যে ছুরি মেরেছিল তাকে চিহ্নিত করার পর গ্রেপ্তার করা হয়েছে। কেন মেরেছে, তা এখনও কাছে স্পষ্ট নয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

‘ছুরি একজন মারলেও আশপাশে আরও দুইজন ছিলেন। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর