বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোটি টাকার ভেজাল প্রসাধনসামগ্রী জব্দ

  •    
  • ১২ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:১৩

র‌্যাব বলছে, রাজধানীর কামরাঙ্গীরচর ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি কোম্পানি থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১৯ লাখ ৫০ হাজার টাকা।

রাজধানীর কামরাঙ্গীরচর ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রসাধনী তৈরির তিনটি কারখানা থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব। সেই সঙ্গে কারখানা তিনটিকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালায় র‌্যাব ২ ও বিএসটিআই।

র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন জানান, কামরাঙ্গীরচর এলাকার ইসলামনগর ও খোলামোড়া এলাকার মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধনী উৎপাদন করত দুটি প্রতিষ্ঠান। এসব সামগ্রী বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করত তারা। পরিবর্তন করা হতো মেয়াদোত্তীর্ণের তারিখ।

এই অপরাধে অপো প্রসাধনী প্রতিষ্ঠানের মালিকসহ ছয় জনকে ৪ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আর সাদিয়া হারবাল বিডি প্রসাধনীকে ১০ লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

র‌্যাবের এই মুখপাত্র আরও জানান, একই দিন চকবাজার এলাকার চকমার্কেটের ছয় তলায় বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান তিনটি থেকে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধনসামগ্রী জব্দ করা হয় বলে দাবি র‌্যাবের।

এ বিভাগের আরো খবর