দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামেকে জামিন দিয়েছে আদালত।
বৃহষ্পতিবার ঢাকার জেষ্ঠ্য বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
গত ২৭ ডিসেম্বর একই আদালতে আত্মসমর্পণ করে এই দুই আসামি জামিন নিয়েছিলেন। ওই দিন বিচারক ইমরুল কায়েশ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের জামিন দেন।
মেয়াদ শেষ হওয়ায় আইনজীবী শ্রী প্রাণ নাথ এর মাধ্যমে আত্মসমর্পণ করে এবার স্থায়ী জামিনের আবেদন করেন দুই জন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের বিরোধিতা করেন।
শুনানি শেষে বিচারক মা-মেয়ের আবেদন গ্রহণ করে আদালতে নিয়মিত হাজিরার শর্তে স্থায়ী জামিন দেন।
আইনজীবী প্রাণ নাথ বলেন, ‘আসামি ওয়াফা ইসলাম বিবিএ শ্রেনীর ছাত্রী এবং সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য। সেই বিবেচনায় আদালত তাদের স্থায়ী জামিনের আবেদন গ্রহণ করে জামিনের আদেশ দিয়েছেন।’
দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সালাহউদ্দিন গত ১১ নভেম্বর পাপুলসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। অন্য আসামিদের মধ্যে তার স্ত্রী কন্যা ছাড়াও আছেন শ্যালিকা জেসমিন প্রধান।
মামলায় আসামিদের বিরুদ্ধে তুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।
এতে বলা হয়, প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের পাঁচটি হিসাবের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত পাচার হয় এই টাকা। অথচ ২৩ বছর বয়সী জেসমিনের নিজের আয়ের উৎস নেই।
ব্যাংকে স্থায়ী আমানতের হিসাবে দুই কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার উৎস জেসমিন প্রধান দাখিল করতে পারেননি।
একাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত পাপুল কুয়েতে বন্দি। সেখানে একটি মামলায় পাপুলের চার বছরের কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে।
দেশে পাপুল ও তার স্ত্রীর বিপুল সংখ্যক ব্যাংক হিসাব ছাড়াও স্থাবর-অস্থারব সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন।