দেশে শোষণ বিরাজ করছে দাবি করে বিরাজমান সকল শোষণ গুঁড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ‘শোষণবিরোধী মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মিছিলটি রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনার, শিক্ষা অধিকার চত্ত্বর, নূর হোসেন চত্ত্বর প্রদক্ষিণ করে পল্টন মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে শাহবাগ মোড়ে ছাত্র ইউনিয়নের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে মিছিলটি শুরু করে।
এ সময় তারা অব্যাহত ধর্ষণ-নিপীড়ন, রাষ্ট্রায়ত্ত কলকারখানা বেসরকারিকরণ, ও শোষণের বিরুদ্ধে স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
মিছিলটি শাহবাগ থেকে শহীদ মিনারে পৌঁছালে ‘তুই ধর্ষক’ শীর্ষক ফ্ল্যাশ মব প্রদর্শিত হয়।
সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে ছাত্র ইউনিয়ন শিক্ষা অধিকার চত্ত্বরে পৌঁছায়। এসময় শিক্ষাক্ষেত্রে বিরাজমান নানাবিধ সংকট নিয়ে বক্তব্য দেন সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি।
বাংলাদেশে জনগণের জান-মালের নিরাপত্তা নেই উল্লেখ করে রনি বলেন, ‘আজকের বাংলাদেশে জনগণের জান-মালের নিরাপত্তা তো নেইই, উপরন্তু সন্তানকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও বৈষম্যের স্বীকার হতে হয়।
‘এই রাষ্ট্রে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা পর্যন্ত নেই। জনগণের করের টাকায় বেতন হয় যে আমলাদের, তারা আজ রাজনীতিকদের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে।’
সবশেষে নেতাকর্মীরা পুরানা পল্টন মোড়ে সমবেত হয়ে সমাবেশ করেন।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ শহর সংসদের সভাপতি পরমা পৃথ্বী বলেন, ‘শোষণ একটা সামগ্রিক বিষয়। তা স্রেফ নানা রূপে আমাদের সামনে আবির্ভূত হয়। তার বিরুদ্ধে লড়াই করার একমাত্র কার্যকর উপায় যাবতীয় লাঞ্ছিতকে এক পতাকার নিচে আনা।’
মিছিলের সমন্বয়ক এবং ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতি তাহসীন মল্লিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারী অন্যান্য ইউনিটগুলোর নেতারা বক্তব্য রাখেন।