বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিড় এড়াতে অনস্পট নিবন্ধন বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

  •    
  • ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৪৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের অনলাইন নিবন্ধনের চেয়ে অনস্পট নিবন্ধনের সংখ্যা বেড়ে গেছে। এদিকে যারা অনলাইনে নিবন্ধন করে টিকা নিতে আসছেন, তারা নানা রকম ভোগান্তিতে পড়ছেন। অনস্পট নিবন্ধনের কারণে তাদের এসে বসে থাকতে হচ্ছে। বয়স্করাও এতে কষ্ট পাচ্ছেন। তাই আজ থেকে টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুযোগ থাকবে না।’

ভিড় এড়াতে অনস্পট রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে না, শুধু অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বুধবার ‘পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ কার্যক্রম পেপারলেস ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘টিকা কেন্দ্রগুলোতে ভিড় এড়াতে এবং সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতে আজ থেকে অনস্পট নিবন্ধন বাতিল করা হয়েছে। পরে আবারও প্রয়োজন হলে সশরীরে গিয়ে নিবন্ধন করে টিকা নেয়ার ঘোষণা দেয়া হবে।

‘আমাদের অনলাইন নিবন্ধনের চেয়ে অনস্পট নিবন্ধনের সংখ্যা বেড়ে গেছে। এদিকে যারা অনলাইনে নিবন্ধন করে টিকা নিতে আসছেন, তারা নানা রকম ভোগান্তিতে পড়ছেন। অনস্পট নিবন্ধনের কারণে তাদের এসে বসে থাকতে হচ্ছে। বয়স্করাও এতে কষ্ট পাচ্ছেন। তাই আজ থেকে টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুযোগ থাকবে না।’

টিকা নিতে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন। এদের মধ্যে পৌনে ৩ লাখ মানুষকে টিকা দেয়া সম্ভব হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে চার লাখ টিকা দেয়া হবে বলে জানান জাহিদ মালেক।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: নিউজবাংলা

এদিকে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে গতকাল রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করেছেন ১০ লাখ ২৯ হাজার ৪৫৭ জন।

তিনি বলেন, নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ৩৮ হাজার ৯৬৯ জন নারী এবং ৫ লাখ ৯০ হাজার ৪৭৮ জন পুরুষ। এদের মধ্যে প্রথম সারির যোদ্ধা রয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ৮৩৪ জন এবং সাধারণ মানুষ ৪ লাখ ৩৩ হাজার ৬২১ জন।

টিকার প্রথম ডোজ নিতে ৯ লাখ ১৪ হাজার ৬৭৬ জনকে এসএমএস পাঠানো হয়েছে। গত চার দিনে ৩ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই কাজ অন্য কোনো সংস্থা দিয়ে করানো হলে শতাধিক কোটি টাকা খরচ হতো। এটা আমরা দুই মন্ত্রণালয় মিলে করছি। টিকা দানকারীদের ডাটা এখন সংরক্ষণ করা হচ্ছে। কেউ তথ্য চাইলে যেন চুরি করতে না পারে, এ জন্য সুরক্ষা নিশ্চিত করতে পেরেছি।’

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা কাগজমুক্ত অফিস, ক্যাশলেস লেনদেন করা। এ পরিকল্পনা আমরা করে রেখেছি। আমরা যে সুরক্ষা অ্যাপ তৈরি করেছি, তা বাইরের দেশে করতে গেলে অনেক টাকা লাগতো। আমরা তা বিনা মূল্যে করে দিয়েছি।’

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও পরিচালক রেজাউল করিম, ডাটা ফর ইমপ্যাক্টের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজার হুমায়ুন কবির, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর ওনাে ভ্যান ম্যানেন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর।

অনুষ্ঠানে ই-এমআইএস কার্যক্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। চার জেলার মাঠ পর্যায়ের উপপরিচালক ও তৃণমূল পর্যায়ের সেবা প্রদানকারীরা ই-এমআইএস কার্যক্রমের ওপর অভিজ্ঞতা বিনিময় করেন।

এ বিভাগের আরো খবর