রাজধানীর পূর্ব জুরাইনের নবারুণ গলিতে জাকির হোসেন নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনার সময় জাকিরের সঙ্গে থাকা মজিবুর রহমান মোহনও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মজিবুর নিউজবাংলাকে জানান, জাকির পুলিশের সোর্স ছিলেন। পূর্ব জুরাইনের নবারুণ গলিতে লিটন নামের এক যুবক ডাকাত ধরে দেয়ার কথা বলে সন্ধ্যায় জাকিরকে ফোন দেন।
মজিবুর বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাকির আমাকে নিয়ে ওই এলাকায় যান। এ সময় মাদক কারবারি স্বপন, শুকুর, লিটনসহ ১৫-২০ জন ছুরি দিয়ে জাকিরের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমি এগিয়ে গেলে আমাকেও ছুরি মারে তারা।’
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, জুরাইনের নবারুণ গলিতে ছুরিকাঘাতে আহত অবস্থায় দুজনই পড়েছিলেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। আহত মজিবুর ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।