বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাকা নিয়ে টিকা দিতে চায় বেসরকারি হাসপাতাল

  •    
  • ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:২৬

‘যারা বিনামূল্যে টিকা নিতে চান তারা সরকারিভাবে টিকা নেবেন। আর যারা সচ্ছল ও ধনী তারা বেসরকারি পর্যায় থেকে টিকা নেবেন। তবে সরকার থেকে এই টিকার মূল্য নির্ধারণ করে দেবে।’

ফেব্রয়ারিতে করোনার টিকার যে দ্বিতীয় চালান আসছে ভারত থেকে সেখান থেকে ১০ লাখ টিকা চেয়েছেন বেসরকারি হাসপাতাল মালিকরা। টাকার বিনিময়ে সম্পদশালীদের এই টিকা দিতে চান তারা।

হাসপাতাল মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, টিকার বিনিময়ে কত টাকা নেয়া যাবে, সেটা ঠিক করে দেবে সরকার।

বুধবার ‘জাতীয় করোনা টিকাদান কার্যক্রম ও বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক এই আলোচনায় এসব দাবি উঠে আসে। এর আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন-বিপিএমসিএ।

গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ১০ দিন পর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে গণপ্রয়োগ। প্রথম দিন ৩১ হাজার মানুষ টিকা নিলেও তৃতীয় দিন তা এক লাখ ১০ হাজারে পৌঁছেছে।

এই হিসাব সরকারি ব্যবস্থাপনায় দেয়া হচ্ছে এবং এর জন্য কোনো টাকা নেয়া হচ্ছে না।

বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল মালিকদের সংগঠনের সভাপতি এম এ মুবিন খান বলেন, ‘যারা বিনামূল্যে টিকা নিতে চান তারা সরকারিভাবে টিকা নেবেন। আর যারা সচ্ছল ও ধনী তারা বেসরকারি পর্যায় থেকে টিকা নেবেন। তবে সরকার থেকে এই টিকার মূল্য নির্ধারণ করে দেবে।’

ফেব্রয়ারিতে ভারত থেকে আসা টিকার চালান থেকে ১০ লাখ তাদের হাতে তুলে দেয়ার দাবি জানিয়ে মুবিন খান বলেন, ‘করোনা মোকাবিলায় যেভাবে বেসরকারি হাসপাতাল অবদান রেখেছে, টিকা প্রদানে আমরাও সেইভাবে অংশ নিতে চাই। এর ব্যবস্থা সরকারের করতে হবে।’

তিনি বলেন, ‘সরকারের হাতে ৭০ লাখ টিকা মজুদ রয়েছে। তবে যেভাবে টিকা দেয়া হচ্ছে এতে মেয়াদ শেষ হওয়ার আগে সব টিকা দেয়া সম্ভব হবে কি না এ নিয়েও শঙ্কা রয়েছে।’

আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, তারা ২৪ ঘণ্টা হাসপাতাল চালু রেখে নিরলসভাবে করোনা রোগীদের সেবা দিয়েছেন। লাখ লাখ করোনা পরীক্ষা করেছেন। বিদেশগামীদের করোনামুক্ত সনদ দিয়েছেন। কিন্তু টিকাদান কার্যক্রমে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

তিনি বলেন, ‘সর্ব সাধারণের সুবিধার্থে অ্যাসোসিয়েশন হতে ২০টি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্যাকসিন কেন্দ্র স্থাপনের অনুমতি চাওয়া হয়েছে এবং সেই সঙ্গে ভ্যাকসিন প্রদানের যৌক্তিক মূল্যমান সরকার কর্তৃক নির্ধারণ করে দেয়ার জন্য প্রস্তাব রাখছি।’

করোনার চিকিৎসায় মাত্রাতিরিক্ত বিল করে তীব্র সমালোচনার মুখে পড়ে আনোয়ার খান মডার্ন হাসপাতাল একাধিক রোগীর কাছ থেকে নেয়া টাকা ফেরত দিতে বাধ্য হয়েছিল।

ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমও হাসপাতাল মালিকদের এই দাবি সমর্থন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘করোনা মোকাবিলায় বেসরকারি হাসপাতালের ভূমিকা রয়েছে। তাই টিকাদান কর্মসূচিতেও তাদের অবদান থাক।’

এনামুর রহমান সাভারের এনাম মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতাদের একজন।

তিনি বলেন, ‘সকল মানুষের করোনা টিকা নিশ্চিত করতে পারলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারব, করোনাভাইরাস নির্মূল করতে পারব।’

অনুষ্ঠানের মধ্যমণি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনও হাসপাতাল মালিকদের সঙ্গে দ্বিমত করেননি। তিনি বলেন, ‘দেশে চিকিৎসা খাতে ৬০ শতাংশ উন্নয়নে অবদান রাখে বেসরকারি খাত। সেই ক্ষেত্রে করোনা নিয়ন্ত্রণে যেমন ভূমিকা রেখেছে, টিকাদান কর্মসূচিতেও তারা অবদান রাখবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি ক্রমে বেসরকারি পর্যায়ে টিকা দেয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করব, একটি নীতিমালা তৈরি করে, ঔষধ প্রশাসনের অনুমতি নিয়ে টিকাদান কর্মসূচিতে অংশ নিতে পারবেন।’

গণটিকার চার দিনে দুই লাখ টিকা প্রয়োগ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এর মধ্যে সবাই সুস্থ আছেন। কিছু লোকের সমস্যা দেখা হয়েছে। এটা তেমন কিছু না।’

‘করোনা নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে বেসরকারি হাসপাতালগুলো সম্পৃক্ততা ছিল’ উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক মাকড়সার জাল দিয়ে একটা সিংহকে আটকে রাখা যায়, সেভাবে আমরা সবাই মিলে করোনাকে আটকে ফেলেছি। এটা সবার সহযোগিতায় সম্ভব হয়েছে।’

ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীও এ সময় বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর