করোনা প্রতিরোধে সরকারের টিকা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বুধবার দুপুরে ‘সচিবালয় ক্লিনিক’ থেকে টিকা নেয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
টিকা নিবন্ধন থেকে প্রয়োগ পর্যন্ত প্রতিটি ধাপে সরকারের নেয়া ব্যবস্থাপনার প্রশংসা করেন কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তা।
ফজলে কবির জানান, দেশের ব্যাংকগুলোর নির্বাহী কর্মকর্তা পর্যায়ের এক বৈঠকে ব্যাংকিং পেশায় জড়িত সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।
গেল বছরের ১৫ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দ্বিতীয় দফায় নিয়োগ পান তিনি। ২০২২ সালের ৪ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দেবেন তিনি।
রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করলে তাড়াহুড়ো করে পরদিনই ফজলে কবিরকে চার বছরের জন্য গভর্নর নিয়োগ দেয় সরকার।