স্থল ও জলপথে নিজেদের কার্যক্রম চালানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশ পুলিশের। এবার আকাশপথেও চলবে কার্যক্রম। পুলিশে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার। এর মাধ্যমে পুলিশ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হতে যাচ্ছে।
গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জি টু জি) পদ্ধতিতে রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার কেনার জন্য বুধবার বিকেলে পুলিশ সদরদপ্তরে সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ পুলিশ এবং হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মধ্যে এই স্মারক সই হয়।
হেলিকপ্টার দুটি বাহিনীতে সংযোজনের ফলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা এবং নজরদারি বাড়ানোর ক্ষেত্রে পুলিশ আরও দক্ষতার সাথে তাৎক্ষণিক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করছে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পুলিশে অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজনের ফলে দেশে জনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতা আরও বাড়বে, যা বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনন্য মাত্রা যোগ করবে।
পুলিশের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বলে আনন্দিত আইজিপি বেনজীর আহমেদ। তিনি বলেন, জরুরি অপারেশন পরিচালনায় পুলিশ সদস্যদের পরিবহন, খাদ্য ও ওষুধসামগ্রী সরবরাহ এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পুলিশি কার্যক্রম সম্পাদনে পুলিশের সক্ষমতা আরও বাড়বে।