নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) আসলাম খান বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন হিজবুল্লাহ মিয়া ওরফে রাসেল আহমেদ ও নুরুল আলম।
আসলাম খান বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা থানা এলাকায় হিজবুল্লাহকে প্রথমে গ্রেপ্তার করা হয়। ওই দিনই হিজবুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে নুরুলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুইটি মােবাইল, দুইটি মেমােরি কার্ড, চারটি সিম ও সাতটি উগ্রবাদী বই জব্দ করা হয়।
তিনি বলেন, একটি গ্রুপে ‘এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী’ খুলে পরিচালনা করতেন হিজবুল্লাহ। পরে আরও সদস্যদের ওই গ্রুপের অ্যাডমিন হিসেবে যােগ করেন তিনি। এদের মধ্যে নুরুলও রয়েছেন।
পুলিশ সুপার বলেন, গ্রুপের বাকি সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে জঙ্গিবাদ প্রচারসহ রাষ্ট্রবিরােধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেয়ার জন্য সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিলেন।
এ ছাড়া তারা ধর্মীয় সংগঠনের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের টার্গেট কিলিংয়ের পরিকল্পনা করছিলেন বলে তাদের গ্রুপ চ্যাটিং থেকে পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় সন্ত্রাসবিরােধী আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।