রাজধানী থেকে ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
শাহআলী থানা এলাকা থেকে মঙ্গলবার বিকেলে র্যাবের বিশেষ অভিযানে কষ্টিপাথরের মূর্তি, চারটি মোবাইল ফোন ও এক লাখ ৪৭ হাজার টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন রাজবাড়ীর মিজানুর রহমান ও পিরোজপুরের শহিদুল ইসলাম।
কষ্টিপাথরের মূর্তিসহ মিজানুর রহমান ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব-৪। ছবি: নিউজবাংলা
র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কষ্টিপাথরের মূর্তিটির দাম আনুমানিক ১৮ কোটি টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে মূর্তি সংগ্রহ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।
এ বিষয়ে র্যাব শাহআলী থানায় মামলা করেছে।