কক্সবাজারের টেকনাফে বাস-অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।
হোয়াইক্যং লম্বাবিল দক্ষিণ মাথা নাইট্টার টেক এলাকায় বুধবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হ্নীলা মরিচ্যা ঘোনা এলাকার সালামত উল্লাহ, সালামত উল্লাহর ছেলে নজরুল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে একই এলাকার কামরুলের আট মাসে বয়সী এক মেয়ে শিশু। আহতরা হলেন নিহত নজরুলের স্ত্রী রোকেয়া ও শিশু মেয়ে, কামরুলের স্ত্রী নুর নাহার এবং সিএনজি চালক আলী আকবর পাড়ার বাসিন্দা নুরুল মোস্তফা। আহতদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান নিউজবাংলাকে জানান, হোয়াক্যং ইউনিয়নে নাইট্টার টেক এলাকায় কক্সবাজার-টেকনাফমুখী পালকি পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। নিহত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তবে স্থানীয় লোকজনের ভাষ্যমতে, তারা মৌলবী বাজার মরিচ্ছাঘোনা এলাকার বাসিন্দা হতে পারে।
এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। আর দুর্ঘটনায় পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।