বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দীপন হত্যার রায়ের অপেক্ষা

  •    
  • ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:০২

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করবেন। রোববার একই আদালতের বিচারক মজিবুর রহমান রায়ের তারিখ ঘোষণা করেন।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলার রায় বুধবার দেয়া হবে।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করবেন।

দীপন হত্যা মামলার ছয় আসামিকে সকাল সাড়ে আটটার দিকে আদালতপাড়ার একটি গারদখানায় রাখা হয়।

এর আগে রোববার একই আদালতের বিচারক মজিবুর রহমান রায়ের তারিখ ঘোষণা করেন।

১৭ জানুয়ারি আদালতে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে ছিলেন গোলাম ছারোয়ার খান। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন।

আসামিপক্ষে ছিলেন এম নুরুল ইসলাম ও ফারুক আহমেদ।

এই মামলার আসামিরা হলেন মইনুল হাসান শামীম, আ. সবুর, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, শেখ আব্দুল্লাহ, সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন ওরফে হাসিব।

এদের মধ্যে মেজর সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেন ওরফে হাসিব পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান অভিযোগপত্র জমা দেন।

২০১৯ সালের ১ ডিসেম্বর দীপন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেদিন মামলার বাদী ও দীপনের স্ত্রী রাজিয়া রহমান ও জব্দ তালিকার সাক্ষী আজিজ সুপার মার্কেট কো-অপারেটিভ মালিক সমিতির সহকারী আনোয়ার হোসেন আদালতে সাক্ষ্য দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই তার স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

এ বিভাগের আরো খবর