রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে ট্রাকের ধাক্কায় লুৎফুর রহমান নামে এক জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানিয়েছেন, ৬৫ বছর বয়সী লুৎফর এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন। মসজিদে ঢোকার আগমুহূর্তে প্রধান সড়েকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
লুৎফর রহমানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। স্ত্রী শাহিদা বেগম এবং এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে মিরপুর ১ নম্বর সেকশনের রয়েল সিটিতে থাকতেন তিনি। আগে ব্যবসা করলেও বর্তমানে তেমন কিছুই করতেন না তিনি।
স্বজনরা আরও জানান, রয়েল সিটির গেটের পাশেই জান্নাতুল ফেরদৌস জামে মসজিদে এশার নামাজ আদায় করার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন লুৎফর রহমান। মসজিদে ঢোকার আগমুহূর্তে প্রধান সড়কে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হলে পথচারীরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহআলী থানায় জানানো হয়েছে।