রাজধানীর লালবাগে চলন্ত রিকশায় থাকা হেফাজত ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে লালবাগ রহিম বক্স লেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হেফাজত নেতারা।
৫৫ বছর বয়সী জসিম উদ্দিন প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর জামাতা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেফাজতের ঢাকা মহানগরের সদস্য মাওলানা সানাউল্লাহ জানান, জসিম উদ্দিন লালবাগ জামিয়া কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক। বিকেলে মাদ্রাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। রিকশাটি লালবাগ রহিম বক্স লেন শাহী মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে জানতে চাইল লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। সিসিটিভি ফুটেজে দেখা হচ্ছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত জানার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি। তবে আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি।’