রাজধানীর রামপুরায় একই পরিবহনের দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারিয়েছে একটি বাসের চালকের সহকারী (হেলপার) নাজমুল হোসেন। রামপুরা ফ্লাইওভারের গোড়ায় আবুল হোটেলের সামনে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেনের বয়স ১৭ বছর।
ঘটনাটি নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম। তিনি নিউজবাংলাকে বলেন, রাইদা পরিবহনের দুটি বাস পাল্লা দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পালিয়ে গেছেন দুই বাসচালক। নিহতের বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিউজবাংলাকে বলেন, নাজমুলকে সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।