কক্সবাজার সদরের চৌফলদণ্ডি সেতু এলাকা থেকে সাতটি বস্তায় ভরা ১৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার বেলা ২টার দিকে পুলিশ ইয়াবার চালানটি জব্দ করে।আটককৃতদের একজন কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকার জহিরুল ইসলাম ফারুক। অন্য জনের পরিচয় জানা যায়নি।
হাসানুজ্জামান জানান, গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো অভিযানে একটি নৌকা থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করা হয়।তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব বস্তায় ১৪ লাখ ইয়াবা থাকতে পারে। এই চালানটি কক্সবাজারে এখন পর্যন্ত উদ্ধার হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান।
এসপি হাসানুজ্জামান জানান, এই চালানের সঙ্গে একটি চক্র জড়িত। এই চক্রের দুই জনকে হাতেনাতে আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এসপি।