রিয়েল এস্টেট ব্যবসার অন্তরালে এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎচক্রের সন্দেহভাজন ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশিক ঘোষ অসিত, কাজী নুরুল ইসলাম, শাহ নেওয়াজ শামীম, জহিরুল হক, নুরুল ইসলাম ও মামুন মিয়া।
সিআইডি বলছে, উত্তরা পূর্ব থানা এলাকায় ‘সেবা আইডিয়াস এন্ড লিভিং লিমিটেড’ নামে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে এমএলএম ব্যবসা চালু করে এই চক্রটি। তারা ২৪ মাসে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে তথ্য পাওয়া গেছে।
শেখ ওমর ফারুক জানান, এসব তথ্যের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের একটি দল অনুসন্ধান শুরু করে। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এই চক্রটি দুই হাজার ২০৯ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ৫৭ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া যায়।
তিনি বলেন, চক্রটির নিজস্ব কোনো জমি নেই। তারা সিল্কসিটির একটি ব্রোশিয়ার দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। পরে তাদের দ্বিগুণ টাকার লাভ দেখিয়ে বিনিয়োগে আকৃষ্ট করত।
উদ্ধারকৃত কাগজপত্রের মধ্যে রয়েছে দুই হাজার ২০৯ জন গ্রাহকের নাম গৃহীত অর্থের পরিমাণ, কিস্তির পরিমাণ ও লভ্যাংশের পরিমাণসহ ফাইল। এ ছাড়া রয়েছে মানি রিসিট, আড়াই শ ক্ষতিগ্রস্ত গ্রাহকের জমাকৃত সমুদয় অর্থ ফেরত চেয়ে ব্যবস্থাপনা পরিচালক বরাবর মোট ৪৩টি আবেদন।