টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক জন নিহত হয়েছেন।
নিহত মো. খলিল আওয়ামী লীগের বিদ্রোহী গিয়াস উদ্দিনের সমর্থক হিসেবে পরিচিত।
কয়েকজন প্রত্যক্ষদর্শী নিউজবাংলাকে জানান, প্রচার শেষ করে নৌকার প্রার্থী রকিবুল হক ছানার সমর্থকরা গোপালপুর থানা মোড়ে আসেন। এ সময় ওই এলাকা অতিক্রম করছিলেন নারকেল গাছ প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন ও তার সমর্থকরা।
একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে খলিলকে বাঁশ দিয়ে পেটানো হয়।
নিহত মো. খলিল
গুরুতর অবস্থায় তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে মৃত্যু হয় খলিলের।
এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি এই পৌরসভায় ভোট। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘আমরা সঠিক রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে। শিগগির হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
পৌর নির্বাচন ঘিরে সহিংসতায় এর আগে ঝিনাইদহ ও সিরাজগঞ্জে প্রাণ গেছে দুই জনের। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের ও ভোটের দিনের সহিংসতায় নিহত হন দুই জন।
আরও পড়ুন: শৈলকুপায় সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহতহামলায় নিহত বিএনপি কর্মী, থমথমে নতুন ভাঙ্গাবাড়ী