বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আল জাজিরা: তথ্য বিকৃতি বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:২৪

সোমবার বাংলাদেশ সময় বিকেলে আল জাজিরায় সম্প্রচার করা হয় ‘গ্যাং ক্লোজ টু বাংলাদেশ পিএম এক্সট্র্যাক্টস ব্রাইবস ফর স্টেট কন্ট্রাক্টস’ নামের প্রতিবেদনটি। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন। প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআরও।

বাংলাদেশকে নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রচার করা প্রতিবেদন নিয়ে আরেকটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছে ‘ওয়ান বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠান।

অনলাইন আলোচনাটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮টায়। এর নাম রাখা হয়েছে ‘আল জাজিরা: তথ্য বিকৃতি বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’।

(fb.com/OneBangladesh.bd) পেজ থেকে সরাসরি দেখানো হবে।

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম স্টাডিজের অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভুঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহ্ আজম, দৈনিক দেশ রূপান্তরের যুগ্ম সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ, ওয়ান বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক মো. রশীদুল হাসান ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক বিভাষ বাড়ৈ।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাংবাদিক নুরুল ইসলাম হাসিব।

এর আগে গত শুক্রবার রাতে ‘আল জাজিরার টার্গেট কেন বাংলাদশে’ শিরোনামে অনলাইন আলোচনার আয়োজন করেছিল ওয়ান বাংলাদেশ।

গত সোমবার বাংলাদেশ সময় বিকেলে আল জাজিরায় সম্প্রচার করা হয় ‘গ্যাং ক্লোজ টু বাংলাদেশ পিএম এক্সট্র্যাক্টস ব্রাইবস ফর স্টেট কন্ট্রাক্টস’ নামের প্রতিবেদনটি।

বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানানো হয় সোমবার রাত দেড়টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে।

এতে বলা হয়, ‘নিউজটি বাংলাদেশ সরকারের গোচরীভূত হয়েছে, যা পুরোপুরি অসত্য, বানোয়াট ও মানহানিকর। রাষ্ট্র ও জনগণের প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করে জামায়াতে ইসলামী ও চরমপন্থী গোষ্ঠীর দোসরদের অনুপ্রেরণায় সংবাদমাধ্যমটির এই প্রোপাগান্ডা, যা মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।’

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতেও প্রতিবেদনটিকে ‘উদ্দেশ্যমূলক’ অভিহিত করা হয়।

‘সাম্প্রতিক সময়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে, এটি মূলত তাদেরই কাজ। এই প্রতিবেদনের ধারা বর্ণনাকারী ডেভিড বার্গম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত। প্রতিবেদনে সামি হিসেবে পরিচয় করিয়ে দেয়া জুলকারনাইন সায়ের খান মাদকাসক্তের কারণে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এরা দুইজন এবং নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল মিলে দুরভিসন্ধি বাস্তবায়নে এই প্রতিবেদনের পেছনে কাজ করেছেন, যা স্পষ্ট।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটা পরিষ্কার নয়, কেন আল জাজিরার মতো একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের সঙ্গে কাজ করছে, যাদের সুস্পষ্ট ক্রিমিনাল রেকর্ড রয়েছে। বিভিন্ন দাপ্তরিক, সামাজিক ও ব্যক্তিগত অনুষ্ঠানের টুকরো টুকরো ভিডিও প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রে সংযোগহীন নানা ঘটনা নেপথ্য কণ্ঠের মাধ্যমে একত্রে সম্পাদনা করা হয়েছে।’

বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার চিন্তাভাবনা করার কথা জানান।

তিনি বলেন, ‘শুনেছি টাকাটুকা খেয়ে এই নিউজ করেছে। তারা নাকি পেইড নিউজ করে থাকে। কাতার থেকে সম্প্রচার করা হলেও চ্যানেলটির ব্যবস্থাপনা, পরিচালনা হয় লন্ডন থেকে। এদের কাজই হলো মুসলমান দেশগুলোর ভুল খুঁজে খুঁজে বের করা। …আমরা তাদের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছি। এখন আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছি।’

আরও পড়ুন: ‘আল জাজিরার টার্গেট কেন বাংলাদেশ’

এ বিভাগের আরো খবর