কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশকে নিয়ে যে প্রতিবেদন তাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তারা কোনো প্রভাবই ফেলতে পারবে না।
বাংলাদেশ এখন যে পর্যায়ে গেছে সে পর্যায়ে অনেক ধরনের শত্রু আছে- এমন মন্তব্য করে মন্ত্রী এও বলেন, আল জাজিরা কেন এই বানোয়াট কাজ করতে গেলে তিনি তা বুঝতে পারছেন না।
আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক স্মরণসভায় বক্তব্য দিচ্ছিলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘কিছু লোকের ষড়যন্ত্রের পায়ের ছাপ দেখতে পাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ হলে আমার বিশ্বাস, কেউ আমাদের গায়ে আঁচড় ফেলতে পারবে না। কারণ, আঁচড় সহ্য করার সক্ষমতা আমাদের আছে।
‘দল হিসেবে আমরা ঐক্যবদ্ধ। বিএনপি ২৪/২৫ বছর আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, পারেনি। যারা ক্ষতি করার চেষ্টা করেছে তারা বিলীন হয়ে গেছে।’
মন্ত্রী বলেন, ‘আল জাজিরা কোনো দেশ না। তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্য নেই। তারা কেন আমাদের দেশকে বেছে নিল?
‘এটা একটা ষড়যন্ত্রের অংশ। দুর্ভাগ্যজনক হলেও সত্য এই ষড়যন্ত্রের উৎস দেশের মাটিতেই আছে।’
গত ১ ফেব্রুয়ারি আল জাজিরায় ’ অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবেদনটিকে প্রত্যাখ্যান করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, তারা আল জাজিরার বিরুদ্ধে মামলা করবেন।
সুরঞ্জিত সেনকে একজন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক নেতা হিসেবে অভিহিত করে পরিকল্পনামন্ত্রী বলেন, তাকে স্মরণ করে বার বার শক্তি সঞ্চয় করবে বাংলাদেশের মানুষ।
২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি মারা যান প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত।