বরিশালের গৌরনদীতে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ট্রাকচালক ও এক হেলপার নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীর খাঞ্জাপুরে শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরতোলা এলাকার মো. আকতার, সদর উপজেলার উত্তর জাগুয়া এলাকার মো. রাসেল ও মঠবাড়িয়া উপজেলার সুহান। তাদের মধ্যে আকতার ও রাসেল ট্রাকচালক।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইঞা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোররাতের দিকে যান্ত্রিক ত্রুটি থাকায় একটি ট্রাক খাঞ্জাপুরে সড়কের পাশে থামানো ছিল। ওই ট্রাকের সমস্যা দেখতে বরিশালগামী আরও একটি ট্রাক পাশে থামান চালক। দুই ট্রাকচালক ও ত্রুটিযুক্ত ট্রাকের হেলপার ট্রাকগুলোর পাশে দাঁড়িয়ে ছিলেন।
ওসি জানান, সে সময় বরিশালগামী একটি কাভার্ড ভ্যান ট্রাক দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি সেখানে ফেলে রেখে পালিয়ে যান এর চালক।