তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় ২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জের কায়স্থগ্রামে দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার ও লাইন মেরামত করা হলে শনিবার ভোরে রেল চলাচল শুরু হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোর পাঁচটা থেকে ট্রেন চলাচল আবার শুরু হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান ট্রেন চালুর তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে কায়স্থগ্রাম এলাকায় তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় শিডিউল বিপর্যয়।
এরপর শুক্রবার সকাল থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে।
তেলবাহী কয়েকটি ওয়াগন থেকে তেল ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েন।
রেলওয়ের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।