রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সড়কের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় তারা ইসিবি চত্বরে ফুটওভার ব্রিজ স্থাপন, জেব্রা ক্রসিং দৃশ্যমান করা, বাস স্টপ, যাত্রীছাউনি ও স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান।
বৃহস্পতিবার আয়োজিত এই মানববন্ধনে ইসিবি চত্বরসহ আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, সড়ক নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ইসিবি চত্বরসংলগ্ন সড়কে কয়েক বছরে শতাধিক মানুষ আহত-নিহত হয়েছে। ফুটওভার ব্রিজ না থাকায় এবং জেব্রা ক্রসিং দৃশ্যমান না হওয়ায় মানুষকে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিতে মানববন্ধনে বেশ কিছু দাবিও তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
এগুলো হলো, ১. চত্বরের দুপাশে ফুটওভার ব্রিজ স্থাপন করা; ২. বাসস্টপ নিশ্চিত করা; ৩. যাত্রীছাউনি স্থাপন করা; ৪. সড়কে চারটি স্পিডব্রেকার স্থাপন নিশ্চিত করা; ৫. জেব্রা ক্রসিংগুলো দৃশ্যমান করা; ৬. ট্রাফিক সিগন্যালব্যবস্থা নিশ্চিত করা; ৭. সড়ক থেকে ময়লা-আবর্জনার ভাগাড় স্থায়ীভাবে অপসারণ করা; ৮. গাড়ির পার্কিংব্যবস্থা নিশ্চিত করা; ৯. পাবলিক টয়লেট স্থাপন করা; ১০. সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন অনুযায়ী ড্রাইভার-যাত্রীসহ যেকোনো আইন লঙ্ঘনকারীর দ্রুত ও যথাযথ শাস্তি নিশ্চিত করা।