সিলেটের ফেঞ্চুগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে জেলাটির সঙ্গে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। শুক্রবার সকাল নয়টাও বগিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান নিউজবাংলাকে জানান, ‘ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট আসছিল। বগি উল্টে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ কারণে রাতে থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাতে ঘন কুয়াশা থাকায় ও আলোর অভাবে উদ্ধারকাজ শুরু করা যায়নি। সকাল থেকে উদ্ধারের কাজ শুরু হয়েছে।
খলিলুর বলেন, ‘এ দুর্ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে। এখন পর্যন্ত দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।’
সিলেট-ঢাকা রেলপথে প্রায়ই দুর্ঘটনায় পড়ছে ট্রেন। বিশেষত সিলেট থেকে আখাউড়া পর্যন্ত এলাকায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা বলছেন, সিলেট-ঢাকা রেলপথ সারা দেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
গত তিন মাসে এই পথে অন্তত তিন বার দুর্ঘটনা ঘটেছে।