ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে মাদকসহ ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। পরে তাকে শাহবাগ থানায় দেওয়া হয়।
মঙ্গলবার মধ্যরাতে হল প্রাঙ্গণ থেকে তাকে আটক করার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী।
আটক ছাত্রের নাম মেহেদী হাসান ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সভাপতি।
নিউজবাংলাকে প্রক্টর বলেন, গতরাতে হল প্রশাসনের ফোন পেয়ে পুলিশসহ হলে গেলে মেহেদীর সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তখন তাকে আটক করে শাহবাগ থানায় দেওয়া হয়।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, বিধিবিধান পরিহার করে কেউ যদি আইন হাতে নেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের নির্দেশ দিয়েছি।’
এস এম হলের প্রাধ্যক্ষ মুজিবুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘গতকাল রাত সাড়ে এগারোটার সময় হলের প্রাক্তন ছাত্র মেহেদী হাসান কয়েকজন ছেলেমেয়েকে হলে নিয়ে আসে। পরে আমি প্রক্টর স্যারকে বিষয়টি জানালে প্রক্টরিয়াল টিমসহ পুলিশের একজন সাব ইন্সপেক্টর এসে তাদের নিয়ে যায়।’
এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।