ঢাকার উপকণ্ঠে সাভারের আশুলিয়ায় দেয়াল ধসে পথচারী শিশুর মৃত্যুর ঘটনায় ভবনমালিকের জামিন আবেদন গ্রহণ না করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ভবনমালিক আলী হোসেনকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার দায়রা ও জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়েছে।
আলী হোসেন আগাম বিচার চাইলে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ নির্দেশ দেন। তবে এ সময়ের মধ্যে তাকে কোনো ধরনের হয়রানি না করারও নির্দেশ দেয় আদালত।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু।
গত ১২ জানুয়ারি আশুলিয়ার জিরানীবাজার এলাকায় দেয়াল ধসে হ্যাপী আক্তার মিনা নামে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও চার পথচারী। তারা হলেন নিহত শিশুর মা রেখা আক্তার ও খালা রোকেয়া বেগম, চা-দোকানি আলম হোসেন এবং পথচারী সাজ্জাদুর রহমান।
আশুলিয়ার জিরানীবাজার এলাকায় দেয়াল ধসে এক জন নিহত হয়, আহত হয় চার জন। ছবি: নিউজবাংলা
ওই ঘটনার পর মিনার বাবা হাবিবুর রহমান আশুলিয়া থানায় ভবনমালিকের বিরুদ্ধে অবহেলাজনিত কারণে দুর্ঘটনার মামলা করেন।