বাংলাদেশে ফুটবল খেলতে আসা ঘানার খেলোয়ার রিচার্ড দিফা আপ্পিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হাসিবুর রহমান ও কে এম সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ।
মামলায় বলা হয়, সাড়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক মামলায় ঘানার ফুটবলার রিচার্ড দিফা আপ্পিয়া এবং ফ্রাংক এন্টিম থামসহ চার জনকে গত বছরের ৫ জানুয়ারি গ্রেপ্তার করা হয়।
পরে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ফ্রাংক এন্টিম থাম। গত বছরের ২৯ এপ্রিল তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ মে মারা যান থাম।
মামলার অপর আসামি রিচার্ড দিফা আপ্পিয়ার জামিন আবেদন নাকচ করে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত।
গত বছরের ২৭ অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতেও তার জামিন আবেদন নাকচ হয়। এই আদেশের বিরুদ্ধে ২৬ নভেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন রিচার্ড। ওই আবেদনের শুনানি নিয়েই মঙ্গলবার হাইকোর্ট রিচার্ডকে জামিন দেন।