মন্ত্রী, উপমন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ফেসবুক আইডিতে ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সৈকত হোসেন ভূঁইয়া ওরফে তপু নামে ওই ব্যক্তিকে সোমবার দুপুরে রাজধানীর রিজেন্সি হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ ডিবি।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এসএম রেজাউল হক জানান, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের ছবি ব্যবহার করে একটি দল ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে রেজাল্ট পরিবর্তনের নামে প্রতারণা করছে বলে তারা জানতে পারেন।
এ তথ্যের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় তপুকে চিহ্নিত করার পর গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে রেজাউল হক আরও জানান, তপু প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এজন্য তিনি ১৯টির মতো ফেসবুক ও মেসেঞ্জার আইডি ব্যবহার করতেন। তার মোবাইল ফোনে মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবিযুক্ত ফেসবুক আইডি পাওয়া গেছে।
তিনি আরও জানান, ওই সব আইডিতে ঢুকে দেখা যায়, তপু এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পরীক্ষার মার্কশিট পরিবর্তন ও নম্বর বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে একাধিক পোস্ট দিয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তপুর পোস্ট দেখে কেউ আগ্রহী হলে তাদের ফেসবুক মেসেঞ্জারের ইনবক্সে মেসেজ দিতে বলতেন তিনি। তাদের এডিট করা মার্কশিট ও বিভিন্ন মানুষের বিকাশে পাঠানো টাকার স্ক্রিনশট দেখিয়ে আস্থা অর্জন করতেন। পরে বিকাশ নম্বরে টাকা পাঠানোর পরই তাকে ব্লক করে যোগাযোগ বন্ধ করে দিতেন।
এ ঘটনায় তপুর বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।